১৯৬৭ সনে উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী এর আওতাধীন সুবর্ণচরে বন বিভাগের কার্যক্রম শুরু হয়। সুবর্ণচরে ১ টি সামাজিক বনায়ন কেন্দ্র (SFPC-Social Forestry Plantation Centre), হাবিবিয়া রেঞ্জ, চরবাটা রেঞ্জ, চর আলাউদ্দিন রেঞ্জ নিয়ে সুবর্ণচরে বন বিভাগ গঠিত। ঘুনিঝড় ও জলোচ্ছাসের কবল থেকে উপকূলীয় এলাকায় বসবাসকারী অধিবাসীদের জানমাল রক্ষার জন্য সমুদ্র বা নদীবক্ষে জেগে উঠা নতুন চরে বিভিন্ন প্রকল্পের আওতায় ১৯৬৭ সন হতে অদ্যবধি ম্যানগ্রোভ, নন-ম্যানগ্রোভ, বাঁধ ও সড়ক বনায়ন সৃজন করা হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস